আপনি কি দীর্ঘদিন যাবৎ অসুস্থ?
আপনি কি দীর্ঘদিন থেকে অসুস্থ?
কিন্তু মেডিকেল রিপোর্টে সব কিছু নরমাল আসছে বারবার?
নামিদামি হসপিটাল, ক্লিনিক ও ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েও আপনার অবস্থার কোনো উন্নতি হচ্ছে না?
শারীরিক কিংবা মানসিক বিভিন্ন সমস্যায় আক্রান্ত হচ্ছেন একের পর এক?
বাধ্য হয়ে ডায়াগনোসিস ছাড়াই দিনের পর দিন আন্দাজে ওষুধ খেতে হচ্ছে এখন?
.
আপনার সমস্যা যদি এমনই হয়, তাহলে আপনি আরেকবার নতুন করে ভাবতে পারেন। সমস্যাগুলো কি আসলেই শারীরিক কিংবা মানসিক—নাকি বদনজর, যাদু কিংবা ওয়াসওয়াসা ইত্যাদি প্যারানরমাল কিছুর প্রভাব আছে এর পেছনে? কারণ—
.
জাবের রা. থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
.
العين تدخل الرجل القبر وتدخل الجمل القدر
অর্থাৎ, বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌছে দেয় এবং উটকে পাতিলে । (সহিহ আল জামে: ১২৪৯)
.
অর্থাৎ মানুষের নজর লাগায় সে মৃত্যুবরণ করে, যার ফলে তাকে কবরে দাফন করা হয়। আর উটকে যখন বদ নজর লাগে তখন তা মৃত্যু পর্যায়ে পৌছে যায় তখন সেটা যবাই করে পাতিলে পাকানো হয় ।
.
আরেক বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
.
أكثر من يموت من أمتي بعد قضاء الله وقدره بالعين
অর্থঃ আমার উম্মতের মধ্যে তাকদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু বদ নজর লাগার দ্বারা হবে। (মুসনাদে বাযযার)
সুতরাং আপনার শারীরিক ও মানসিক সমস্যা যেহেতু মেডিকেল চিকিৎসাতেও সারছে না, এমনকি অনেক ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সমস্যাও খুঁজে পাওয়া যাচ্ছে না—তাই আপনার উচিত সমস্যার প্রকৃত কারণ খুঁজে বের করা। বিশেষ করে যদি আপনার সমস্যা এমন হয় যে—
.
বদনজর লাগার লক্ষণ সমূহঃ
.
শারীরিক লক্ষণ
- শরীরে জ্বর অনুভব হওয়া, কিন্তু থার্মোমিটারে না ওঠা
- সবসময় দুর্বল লাগা, ক্ষুধামন্দা ও বমিভাব
- চেহারা ধূসর বা হলুদ হয়ে যাওয়া
- বুক ধড়ফড় করা, দমবন্ধ অস্বস্তি
- হাত-পায়ে মাঝেমধ্যে ব্যথা করা, পুরো শরীরে ব্যথা ছড়িয়ে যাওয়া
- অস্বাভাবিকভাবে অতিরিক্ত চুল পড়া, কোনো চিকিৎসায় কাজ না করা
- পেটে প্রচুর গ্যাস হওয়া
- সর্দি-কাশি, মাথাব্যথা ইত্যাদি লেগে থাকা এবং চিকিৎসায় দীর্ঘদিনেও ভালো না হওয়া
.
মানসিক ও আচরণগত লক্ষণ
- অহেতুক কান্না চলে আসা
- নামায, যিকর, পড়াশোনা বা কাজে মন না বসা
- হঠাৎ করে মেজাজ খারাপ হয়ে যাওয়া
- আত্মীয়স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা করতে ভালো না লাগা
.
জীবিকা ও কাজের ক্ষেত্রে
- ব্যবসায়ে বারবার ঝামেলা লেগে থাকা
- দক্ষ কাজ করতে গেলেই অসুস্থ হয়ে পড়া
.
স্বপ্নের লক্ষণ
- স্বপ্নে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া
- মৃত মানুষ দেখা বা কাউকে মারা যেতে দেখা।
.
তাহলে অবশ্যই ডাক্তারি চিকিৎসার পাশাপাশি আপনি রুকইয়াহ করুন সঠিক নিয়মে। রুকইয়াহ সংক্রান্ত যেকোনো পরামর্শ পেতে অথবা সরাসরি রুকইয়াহ করাতে যোগাযোগ করুনঃ কাপিং কেয়ার : হিজামা ও রুকইয়াহ সেন্টারে। আপনার সমস্যা জ্বিন-যাদু কিংবা বদনজর কেন্দ্রিক হলে সে অনুযায়ী শরিয়াহ সম্মতভাবে রুকইয়াহ করলে উপকৃত হবেন ইনশাআল্লাহ।
.
অভিজ্ঞ রাক্বীদের তত্ত্বাবধানে সঠিক পরামর্শে রুকইয়াহ করাতে যোগাযোগ করুন - কাপিং কেয়ার : হিজামা ও রুকইয়াহ সেন্টারের আপনার নিকটস্থ ব্রাঞ্চে।
.
All content (photos, videos, and texts) of Cupping Care: Hijama & Ruqyah Center is copyrighted by Cupping Care: Hijama & Ruqyah Center. If anyone copies or partially modifies and posts it, legal action will be taken, Insha'Allah.




