আপনার কি সন্তান হচ্ছে না ?
দীর্ঘ প্রতীক্ষার পরেও কোলজুড়ে সন্তান আসছে না? কারণটি কি জানেন?
হয়তো বছরের পর বছর সন্তানের আশায় অপেক্ষা করছেন, কিন্তু কোনোভাবেই কনসিভ হচ্ছে না। কিংবা সুখবর এলেও অজানা কারণে বারবার মিসক্যারেজ হয়ে স্বপ্ন ভেঙে যাচ্ছে।
ডাক্তার দেখাচ্ছেন, রিপোর্ট সব নরমাল, তবুও কেন এমন হচ্ছে—এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না?
মনে রাখবেন, সন্তান দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ আল্লাহর ফয়সালা। তবে চিকিৎসা বিজ্ঞানের বাইরেও এমন কিছু অদৃশ্য কারণ (জ্বীন বা যাদু) থাকতে পারে, যা আপনার মাতৃত্ব বা পিতৃত্বের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। রুকইয়াহর অভিজ্ঞতায় দেখা গেছে, বহু দম্পতি কেবল জ্বীন-যাদুর প্রভাবে সন্তান লাভ থেকে বঞ্চিত ছিলেন।
নিজেকে প্রশ্ন করুন, নিচের লক্ষণগুলো আপনার মধ্যে আছে কি না?
১. কোনো কারণ ছাড়াই বারবার মিসক্যারেজ হওয়া (বিশেষ করে আগে স্বপ্নে ভয়ংকর কিছু দেখা)।
২. মেডিকেল কারণ ছাড়াই পেটে অস্বাভাবিক ব্যথা বা ভারী অনুভব হওয়া।
৩. স্বপ্নে প্রায়ই সাপ, কুকুর, বিড়াল বা অদ্ভুত প্রাণী দেখা।
৪. মেরুদণ্ডে দীর্ঘদিনের ব্যথা।
৫. অনিয়মিত পিরিয়ড বা হঠাৎ শারীরিক দুর্বলতা।
৬. স্বামী-স্ত্রীর মধ্যে হঠাৎ দূরত্ব, ঘৃণা বা অনাগ্রহ তৈরি হওয়া।
৭. তীব্র মাথাব্যথা বা শরীরে দুর্গন্ধ অনুভব করা।
যদি মেডিকেল রিপোর্টের সব ঠিক থাকার পরেও এই লক্ষণগুলো মিলে যায়, তবে মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি আপনার ‘রুকইয়াহ’ করা অত্যন্ত জরুরি।
বিস্তারিত জানতে ও অ্যাপয়েন্টমেন্ট নিতে ইনবক্স করুন অথবা চলে আসুন আমাদের সেন্টারে। অভিজ্ঞ রাক্বীদের তত্ত্বাবধানে সঠিক পরামর্শে রুকইয়াহ করাতে যোগাযোগ করুন - কাপিং কেয়ার : হিজামা ও রুকইয়াহ সেন্টারের আপনার নিকটস্থ ব্রাঞ্চে।
অন্যের উপকার হবে মনে করলে, পোস্টটি শেয়ার করে দিতে পারেন।
© All content (photos, videos, and texts) of Cupping Care: Hijama & Ruqyah Center is copyrighted by Cupping Care: Hijama & Ruqyah Center. If anyone copies or partially modifies and posts it, legal action will be taken, Insha'Allah.




